সমাজের কল্যাণে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা অপরিসীম। নবজাতক থেকে শুরু করে সন্তানসম্ভবা মা, কিশোরী এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের সার্বিক যত্নের ক্ষেত্রে তারা সবসময় এগিয়ে থাকেন।
এই প্রসঙ্গে ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকী দাস চৌধুরী কল্যাণপুরে এক অনুষ্ঠানে বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা সমাজের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছেন এবং ভবিষ্যতেও একইভাবে নিযুক্ত থাকবেন।
আজকের এই কর্মসূচিতে আইসিডিএস প্রকল্পের আওতায় নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে পোষণ প্রকল্পের কাজকে গতিশীল করতে সরকারের পক্ষ থেকে স্মার্টফোন তুলে দেওয়া হয়।
বিধায়ক আশা প্রকাশ করেন, এই স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সরকার সর্বদা তাদের স্বার্থরক্ষায় পদক্ষেপ গ্রহণ করে চলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামের উপপ্রধান অসীম দেবরায়, বিশিষ্ট সমাজসেবক নিতাই বল, পূর্ণেন্দু ভট্টাচার্য সহ দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা।