বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দ্ধারোঘাটন হলো বিদ্যালয় ভিত্তিক কনজিউমার ক্লাবের। ভোক্তা অধিকার সম্পর্কে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে জাগ্ৰত করে তুলে সকল অংশের জনগনের মধ্যে সচেতনতার বার্তা দেওয়ার লক্ষ্য নিয়ে সুচনা হলো বিদ্যালয় ভিত্তিক কনজিউমার ক্লাব । আমরা সবাই ভোক্তা আবার আমরা সবাই ক্রেতা। এই ভোক্তা অধিকার সহ ক্রেতা স্বার্থ সুরক্ষা বিষয়ে সচেতন হলে প্রতারনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ছাত্র ছাত্রীদের মধ্যে প্রথমে এই সচেতনতা বৃদ্ধি করলেই, এই ছাত্রছাত্রীরা সমাজ সচেতনতার সম্পর্কে জাগ্ৰত বোধ তৈরি করতে পারবে ,এমনই অভিমত ব্যক্ত করেন বিদ্যালয় ভিত্তিক কনজিউমার ক্লাবের উদ্ধোধন মঞ্চে উপস্থিত অতিথিদের আলোচনার মধ্যে দিয়ে। বিলোনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আয়োজিত হয় কনজিউমার ক্লাবের উদ্ধোধনী অনুষ্ঠান। অতিথিরা প্রথমে কনজিউমার ক্লাবের ফলক উন্মোচন করে দ্বারোন্মোচন করেন। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারি উদ্ধোধনী অনুষ্ঠানের সুচনা করেন। এছাড়া ছিলেন বিলোনীয়া পুর পরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, মহকুমা শাসক শ্রেষ্টা শ্রী,কনজিউমার ফোরামের প্রাক্তন সভাপতি আশীষ পাল,খাদ্য দপ্তরের আধিকারিক স্বাশতি আচার্য,বিদ্যাপীঠ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্কুল পরিচালন কমিটির সম্পাদক অনুপম চক্রবর্তী। পন্য সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে সঠিক মূল্য নিচ্ছে কিনা, গুনগত মান ও সামগ্ৰীর মেয়াদ দেখে ক্রয় করার জন্য ও ক্রয় করার পর বিক্রেতার কাছ থেকে বিল বা রসিদ সংগ্রহ করার জন্য পরামর্শ দেন এদিনের উপস্থিত অতিথিরা। পাশাপাশি একজন গ্রাহক যদি মনে করে প্রতারিত হয়েছে তখন তাকে আইনগত কি ভাবে পদক্ষেপ নিতে হবে সে বিষয়ের উপর বিস্তারিত ভাবে আলোচনা করেন এই দিনের অনুষ্ঠানে।