জুডু খেলা নিয়ে বিতর্কে বিলোনিয়ায় চাঞ্চল্য

1 Min Read
tripuranews

জুডু খেলা নিয়ে বড়সড় বিতর্ক, দক্ষিণ ত্রিপুরায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা:
আবারও দক্ষিণ ত্রিপুরার ক্রীড়াঙ্গন কলুষিত। খেলার মাঠকে ঘিরে স্বার্থান্বেষী মহলের নীলনকশার অভিযোগ উঠছে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে জুডু খেলা ও প্রশিক্ষক মিহির শীল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও ও অভিযোগ ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে—উদয়পুর ও বিলোনিয়ার জুডু খেলোয়াড়দের মধ্যে বিভাজন তৈরি করেছেন যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক তথা প্রশিক্ষক মিহির শীল। বিলোনিয়ার কিছু ছাত্র-ছাত্রী দাবি করেছে, স্যার তাদের অবজ্ঞা করতেন, খেলতে দিতেন না, এমনকি অংশগ্রহণের অনুমতিও অস্বীকার করতেন। বাধ্য হয়েই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে তারা জানিয়েছে।

অন্যদিকে, উদয়পুরের ছাত্রীরা জানিয়েছে, অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্প শেষ হওয়ার প্রায় পাঁচ মাস পর হঠাৎ এই অভিযোগ তোলা হয়েছে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যে।

অভিযোগের জেরে মর্মাহত মিহির শীল বলেন— “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। খেলাধুলা সমাজকে সুস্থ ও সবল করে তোলে। কিন্তু ষড়যন্ত্র করে খেলাধুলার মাঠকে কলুষিত করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের চিহ্নিত করা হবে।”

ক্রীড়ামহলে প্রশ্ন উঠেছে, এই ধরনের দ্বন্দ্ব ও বিতর্কে ক্ষতিগ্রস্ত হবে প্রকৃত খেলোয়াড়রা। শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি হলে খেলার মাঠে উৎসাহ হারাবে নতুন প্রজন্ম।

এখন দেখার বিষয়, তদন্তে প্রকৃত সত্য কতটা বেরিয়ে আসে এবং দক্ষিণ ত্রিপুরার ক্রীড়াঙ্গনে আবারও কিভাবে স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে আনা যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version