বিপিএল কার্ড থাকলেও সরকারি বৃদ্ধ ভাতা মিলছে না

1 Min Read
tripuranews

দূর্গা পূজার আগে ভাতার পেতে জনজাতি বৃদ্ধা মায়েদের আর্তনাদ

নিজস্ব সংবাদদাতা:
দূর্গোৎসবের আগে রামনগরে শোনা গেল অসহায় বৃদ্ধাদের আর্তনাদ। ভাতার আশায় বহুবার দরজায় দরজায় ঘুরেও কোনও সুরাহা মিলছে না বলে অভিযোগ তুলেছেন চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের জনজাতি বৃদ্ধা মায়েরা।

মঙ্গলবার দুপুরে রামনগর ভিলেজের ৩ নং ওয়ার্ডের থাতু কুমারী দেববর্মা (৭৫), করাতি দেববর্মা (৭০), আশা মালা দেববর্মা (৬৯), চাটু লক্ষ্মী দেববর্মা (৬৫), সঞ্জু রানী দেববর্মা (৬৩) এবং রিতা রানী দেববর্মা (৮০) একত্রিত হয়ে সংবাদমাধ্যমের সামনে তাদের দুঃখের কথা তুলে ধরেন।

তাদের বক্তব্য, প্রত্যেকের কাছেই বিপিএল রেশন কার্ড আছে। বহুবার রামনগর ভিলেজ অফিস, নিকটবর্তী অঙ্গনওয়াড়ী কেন্দ্র এবং চড়িলাম ব্লকে গিয়ে আবেদনপত্র জমা দেওয়া হলেও আজ পর্যন্ত সরকারি বৃদ্ধ ভাতা মঞ্জুর হয়নি।

এক বৃদ্ধা আক্ষেপ করে বলেন— “আর কয়দিন বাঁচবো? মরলে কি ভাতা পাবো?” তাদের দাবি, অনেক তরুণ বয়সীরা ভাতা পাচ্ছে অথচ প্রকৃত দরিদ্র ও প্রবীণরা বঞ্চিত হচ্ছেন।

এদিন তারা রামনগর ভিলেজ সচিব হরে কৃষ্ণ শীলের কাছেও লিখিতভাবে ভাতার দাবি জানান। সচিব জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

স্থানীয় মহলে প্রশ্ন উঠছে—জনজাতি বৃদ্ধাদের এই দীর্ঘদিনের আবেদন কবে পূরণ হবে? দুর্গোৎসবের আনন্দে অংশগ্রহণের আগে তাদের ন্যায্য অধিকার আদৌ মিলবে তো?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version