বাড়িতে ঢুকে সিপিআইএম প্রার্থীকে মারধর ! ভয়ে আগরতলায় আশ্রিত
নিজস্ব সংবাদদাতা:
রাজ্যের রাজনীতিতে ফের চাঞ্চল্য। জম্পুই জলায় সিপিআইএম প্রার্থী শ্যামল দেববর্মাকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথা কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ থেকে ৮ জন তিপ্রা মথা দলের কর্মী শ্যামল দেববর্মার বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে জম্পুজলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁকে আগরতলার মেলার মাঠ সিপিআইএম পার্টি অফিসে রাখা হয়েছে।
ঘটনার পর মঙ্গলবার দুপুরে সিপাহী জলার পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করেন সিপাহী জলা জেলা সিপিআইএম সম্পাদক রতন সাহা। এসময় প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা এবং বিশালগড়ের সিপিআইএম নেতৃত্ব পার্থ প্রতিম মজুমদা উপস্থিত ছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি পরিকল্পিত হামলা এবং এর সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হোক। যদিও এ বিষয়ে তিপ্রা মথা পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনা তদন্তে পুলিশ নেমেছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।