তেলিয়ামুড়ায় ছাত্রী নিবাসে মহিলা নাইট গার্ডের মৃত্যু

1 Min Read
tripuranews

তেলিয়ামুড়া ছাত্রী নিবাসে নাইট গার্ডের ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি – তেলিয়ামুড়া।

তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তফসিলি ছাত্রী নিবাসে মঙ্গলবার সকালে উদ্ধার হলো এক মহিলা নাইট গার্ডের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম দীপ্তি রানী শুক্ল দাস (বয়স আনুমানিক ৪৫)। দীর্ঘদিন ধরে তিনি ওই হোস্টেলের নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার রাতের দায়িত্ব শেষ করে নিজের কক্ষে ছিলেন তিনি। মঙ্গলবার সকালে হোস্টেলের এক ছাত্রী তাঁকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হোস্টেল সুপারকে খবর দেয়। পরবর্তীতে খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎকণ্ঠা তৈরি হয়।

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।

ঘটনার পেছনে কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আত্মহত্যা না অন্য কিছু—তা নিয়ে প্রশ্ন উঠেছে। হোস্টেল সুপার শিপ্রা দত্ত সংবাদমাধ্যমকে জানান, “দীপ্তি রানী দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক অসচ্ছলতার কথা বলতেন। সম্ভবত মানসিক চাপ থেকেই এই ঘটনা।”

আরও জানা গেছে, কয়েক বছর আগে তাঁর স্বামীও বিষপান করে আত্মহত্যা করেছিলেন। ফলে মৃতার পারিবারিক পরিস্থিতি নিয়েও আলোচনার ঝড় উঠেছে।

স্থানীয়দের দাবি, ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি। কেন একজন ছাত্রী নিবাসের দায়িত্বে থাকা নাইট গার্ড এভাবে জীবন শেষ করলেন—এর আসল রহস্য সামনে আসুক, এই দাবি তুলেছে এলাকাবাসী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version