গৌরনগরের ২৩টি পঞ্চায়েতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, কম্পিউটার-এলইডি টিভি প্রদান
প্রতিনিধি কৈলাসহর।
ডিজিটাল প্রশাসনের পথে আরেক ধাপ এগোল গৌরনগর ব্লক। শনিবার গৌরনগর পঞ্চায়েত সমিতির সম্মুখে উচ্চশিক্ষা দপ্তর ও পঞ্চায়েত দপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন গৌরনগর ব্লকের অন্তর্গত মোট ২৩টি গ্রাম পঞ্চায়েতকে একটি করে কম্পিউটার, প্রিন্টার এবং এলইডি টিভি তুলে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এর ফলে পঞ্চায়েত স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে নথিপত্র রক্ষণাবেক্ষণ, সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান, এমনকি সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি প্রদর্শনেও বড় সুবিধা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন লক্ষী নমঃ, ভাইস চেয়ারপার্সন বদরুজ্জামান, গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী, অতিরিক্ত বিডিও তানজিম চাকমা সহ পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সচিবরা।
বদরুজ্জামান (ভাইস চেয়ারপার্সন, গৌরনগর পঞ্চায়েত সমিতি):
“বর্তমান সময়ে প্রযুক্তি ছাড়া উন্নয়নমূলক কাজ কল্পনাই করা যায় না। প্রতিটি পঞ্চায়েত যদি ডিজিটাল পরিষেবার সাথে যুক্ত হয় তবে গ্রামীণ স্তরে স্বচ্ছতা ও গতি উভয়ই বৃদ্ধি পাবে। আজকের এই পদক্ষেপ গৌরনগর ব্লকের মানুষকে আরও বেশি সুযোগ করে দেবে।”
নবারুন চক্রবর্তী (বিডিও, গৌরনগর ব্লক):
“সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি পঞ্চায়েতকে ডিজিটাল প্রশাসনের মূল স্রোতে যুক্ত করা। এজন্যই প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে কম্পিউটার, প্রিন্টার এবং এলইডি টিভি দেওয়া হয়েছে। এর মাধ্যমে অফিসের নথিপত্র রক্ষণাবেক্ষণ, সাধারণ মানুষের সেবা প্রদান এবং বিভিন্ন প্রশিক্ষণ বা সচেতনতা কর্মসূচি প্রদর্শন করা সহজ হবে।”
অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ গৌরনগর ব্লকের গ্রামীণ শাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে।