আমবাসা এসডিওর বিরুদ্ধে ডলুবাড়িতে সড়ক অবরোধ

1 Min Read
tripuranews

আমবাসা মহকুমা শাসকের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা, ডলুবাড়ি এলাকায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি – আমবাসা।

আমবাসা মহকুমা শাসক রিংকু রিয়াংয়ের “অপব্যবহার ও অমানবিক আচরণে” অতিষ্ঠ হয়ে রাস্তায় নামলেন স্থানীয়রা। শনিবার সকালে ডলুবাড়ি এলাকার জনগণ জাতীয় সড়ক অবরোধ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগ, মহকুমা শাসক সম্প্রতি আমবাসা পুরপরিষদের এক কর্মীকে প্রকাশ্যে গালিগালাজ করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও এলাকার সাধারণ মানুষদের সঙ্গে দুর্ব্যবহার, পুজো উপলক্ষে বিভিন্ন ক্লাবকে আইনি জটিলতায় ফেলা এবং এক বিএলওকে অপমান করার অভিযোগও ওঠে। সেই বিএলও অসুস্থ হয়ে বহিরাজ্যে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনাগুলির প্রতিবাদে শনিবার সকালে ডলুবাড়ি এলাকার জনগণ ও বিভিন্ন ক্লাব মিলে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। এসময় আটকে পড়েন স্থানীয় বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মাও।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের কর্মকর্তারা। দীর্ঘ আলোচনার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেন। তাদের প্রধান দাবি, “অবিলম্বে মহকুমা শাসক রিংকু রিয়াংকে বদলি করতে হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে আমবাসা মহকুমা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মহল মনে করছে, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না এলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version