উদয়পুর কাঁকরাবন থানার মির্জা বাজারে অঞ্জলি সরকার নামে এক গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অঞ্জলি সরকার ও তার স্বামী পঙ্কজ সরকারকে রাতে মারধর করা হয়।
ঘটনার পর তারা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ করা হয়েছে যে, বাড়ি ফেরার পথে তাদের গাড়ি চাপা দেওয়ারও চেষ্টা করা হয়। পরবর্তী সকালে অঞ্জলির অগ্নিদগ্ধ দেহ বাজারে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এই ঘটনায় স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা মান্না মজুমদার, লিটন দাস ও কয়েকজন আরও জড়িত থাকতে পারেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।