শারদোৎসবের আগে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। প্রতাপগরে সিপিআইএম পার্টি অফিস ভাঙার ঘটনা এবং উদয়পুর মির্জায় গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের প্রতিবাদে শহর আগরতলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে সিপিআইএম ও যুব সংগঠনের নেতারা বলেন, সরকারের নীতি ও প্রশাসনের ভূমিকা জনজীবনের সমস্যার সমাধানে নয়, বরং বিরোধী কণ্ঠরোধে সীমাবদ্ধ। মিছিলে পুলিশ ও বাম নেতা কর্মীদের মধ্যে সাময়িক ধস্তাধস্তি হয়, যার ফলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাম নেতা ও কর্মীরা আশ্বস্ত করেছেন, “দলীয় অফিস ভাঙা যায়, কিন্তু আন্দোলনের শক্তি ভাঙা যাবে না। জনগণের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলবেই।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক ও সামাজিক সহিংসতার পেছনে স্থানীয়দের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারানো সরকার ও ক্ষমতাসীন দলের ভয় কাজ করছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সংগঠিত হয়ে সুরক্ষা ও ন্যায়ের দাবিতে অনড় থাকার প্রতিশ্রুতি দেন।