গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুরুতর আহত অপরজন
বিশ্রামগঞ্জ ছেচুড়ীমায় এলাকায় আগরতলা উদয়পুর সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে যান বাইক চালক সহ বাইকের পেছনে থাকা আরোহী। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে।TR01M8114 নাম্বারে বাইক নিয়ে রিপন মিয়া ও রবীন্দ্র বিশ্বাস, বিশ্রামগঞ্জ থেকে চড়িলাম আসার পথে TR03N0519 নাম্বার একটি বিলাস বহুল গাড়ি নিয়ে উইলসন রিয়াং বয়স ২৬ বাবার নাম উত্তম কুমার রিয়াং, বাড়ি মনু তুইকর্মা শান্তিরবাজার।দ্রুত গতিতে আগরতলা থেকে শান্তির বাজারে উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে স্বজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে বলে যান রিপন মিয়া ও রবীন্দ্র বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় বাইক চালক রবীন্দ্র বিশ্বাস ও বাইক আরোহী রিপন মিয়াকে উদ্ধার করে দ্রুত বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা। আহত রিপন মিয়া বাবার নাম ফুল মিয়া তার বাড়ি জম্পুইজলা লাঠিয়াছড়া, আহত রবীন্দ্র বিশ্বাস বাবার নাম ঝুমুর বিশ্বাস বাড়ি চড়িলাম। আহতদের অবস্থা আশঙ্কা জনক দেখতে পেয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কর্তব্যরত চিকিৎসক রক্তাক্ত অবস্থায় উভয়কে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হয় রিপন মিয়া। অন্যদিকে জিবিপি হাসপাতালে চিকিৎসা চলতে রবীন্দ্র বিশ্বাসের।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গাড়ি চালক উইলসন রিয়াংকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মুহূর্তের মধ্যে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে উভয়ে দেখে দুর্ঘটনার ফলে প্রচুর যান আটকে পড়ে। দুর্ঘটনা গ্রস্থ গাড়ি ও বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে বিশ্রামগঞ্জ থানা এলাকায় এমন একদিন নেই যেখানে দুর্ঘটনা হবে না। এটা যেন প্রতিদিনের রুটিন বিশ্রামগঞ্জ থানাধীন এলাকায়