নিজস্ব প্রতিনিধি, আগরতলা ৯ই সেপ্টেম্বর ২০২৫ : আগরতলা টাউন হলে স্বেচ্ছায় রক্তদান বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার
বিস্তারিত সংবাদ:
ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের উদ্যোগে সোমবার আগরতলা টাউন হলে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। আগরতলা পৌর নিগম এলাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় সার্বিকভাবে স্বেচ্ছায় রক্তদান বৃদ্ধি করার বিষয়কে সামনে রেখেই এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সময়ে রক্তদান কর্মসূচি আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক এবং আজকের এই কর্মশালাও তাৎপর্যপূর্ণ। তিনি আরও দাবি করেন, সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী দিনে শুধু পৌর নিগম এলাকায় নয়, বরং সর্বত্র রক্তদানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা প্রয়োজন।
সভায় মেয়র দীপক মজুমদার রক্তদান কর্মসূচি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রক্তদানের সংখ্যা ও উদ্যোগ আরও ব্যাপক হারে বাড়ানো সম্ভব হবে।