রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি বিষয় নিয়ে সরব হল ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তর গুলো দুর্নীতিতে ছেয়ে গেছে, যেখানেই নিয়োগ হচ্ছে বা নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, একের পর এক দুর্নীতি করতে করতে রাজ্যের বিরাট অংশের বেকারদের জীবন ক্রমান্বয়ে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, অনেকটা এরকম ভাবেই রাজ্যের বর্তমান সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করল বামপন্থী যুব সংগঠন সমূহ। এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ আগরতলার মেলার মাঠের ছাত্র যুব ভবনে বামপন্থী যুব সংগঠন সমূহ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে। এই সাংবাদিক সম্মেলনে ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক আলোচনা করতে গিয়ে একের পর এক অভিযোগ শাসক শিবিরের দিকে তাক করেন। পাশাপাশি পলাশ ভৌমিক দাবি করেন অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রেই দীর্ঘ সুত্রীতা তৈরি করে সরকার রীতিমতো দুর্নীতির আতুর ঘর তৈরি করে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বেকারদের স্বার্থে রাজ্যের কর্মসংস্থানের স্বার্থে এবং দ্রুততার সাথে সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রাজ্যব্যাপী ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ যৌথভাবে আন্দোলন কর্মসূচি সংঘটিত করতে যাচ্ছে এমনটাই আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়েছে।