ফটিকরায় ভগ্নদশা NH-208, বিপাকে লরিচালকরা

1 Min Read
News Update | Planet Tripura -

ফের ভোগান্তির শিকার জাতীয় সড়কে যাতায়াতকারীরা। NH-208 বিকল্প আসাম–আগরতলা জাতীয় সড়কের কৈলাসহর থেকে কমলপুর যাওয়ার পথে ফটিকরায় শ্রীপুর আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন অংশের ভগ্নদশার কারণে বিপাকে পড়েছেন লরি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ।

স্থানীয়রা অভিযোগ তুলেছেন, সড়কের দায়িত্বপ্রাপ্ত জিৎ কনস্ট্রাকশন-এর গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত কয়েকদিন ধরে একাধিক সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলেও, এখনও পর্যন্ত সরকার, প্রশাসন কিংবা NHIDCL-এর কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে আসেননি বা খোঁজখবর নেননি বলে অভিযোগ।

এলাকাবাসীর দাবি, বিগত ১৫ দিন ধরে লাগাতার ভোগান্তি পোহাতে হচ্ছে। ট্রাক, লরি, যাত্রীবাহী গাড়ি আটকে যাচ্ছে, ফলে পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত।

এ প্রসঙ্গে ক্ষুব্ধ সাধারণ মানুষ জানিয়েছেন—যদি দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে তারা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version