বটতলা বাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আটক

1 Min Read
বটতলা বাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আটক | gambler arrest from battala market

ত্রিপুরার রাজধানী আগরতলার বটতলা বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়লেন সাতজন। সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযান পরিচালনা করেন পুলিশ অফিসার রানা চ্যাটার্জি। তিনি জানান, অভিযানে জুয়া খেলার সামগ্রী এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ধৃত সাতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের এই তৎপরতায় তাই স্বস্তি ফিরে এসেছে।

অফিসার রানা চ্যাটার্জির মতে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করা যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version