শিক্ষক সংকটে উত্তাল সোনামুড়া, পথ অবরোধে ছাত্র-ছাত্রীরা
আগরতলা, ২ সেপ্টেম্বর : ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট একটি বড় সমস্যা। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে শিক্ষকের সংখ্যা তুলনায় ছাত্র-ছাত্রীদের সংখ্যা বহুগুণ বেশি। এ পরিস্থিতিতে সোনামুড়ার রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে শিক্ষক বদলির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়।
শিক্ষক স্বল্পতা ও বদলির সিদ্ধান্ত
বিদ্যালয়টিতে বর্তমানে মাত্র ছয়জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। কয়েক মাস আগে এখান থেকে একজন শিক্ষককে বদলি করা হয়েছিল। তখন ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত নতুন শিক্ষক আনা হবে। কিন্তু প্রায় দুই মাস কেটে গেলেও নতুন শিক্ষক যোগ দেননি।
এই অবস্থার মধ্যেই সোমবার বিদ্যালয়ের ইনচার্জ শিক্ষককেও বদলি করা হয়। পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সময়ে ইনচার্জ শিক্ষক বদলিতে ছাত্র-ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
পথ অবরোধে উত্তাল পড়ুয়ারা
শিক্ষকের দাবিতে এদিন রাঙামাটিয়া নর্থ হাই স্কুলের পড়ুয়ারা সোনামুড়া-তকসলা পাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। মুহূর্তের মধ্যেই খেদাবাড়ি এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পড়ুয়াদের দাবিতে অভিভাবকরাও যোগ দেন। তাঁদের অভিযোগ,
“পরীক্ষার মুখে এই ধরনের সিদ্ধান্ত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।”
তাঁরা প্রশাসনের কাছে অবিলম্বে শিক্ষক সংকট দূরীকরণের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন অভিভাবকরা।
রাজনৈতিক প্রেক্ষাপট
রাজ্যের শিক্ষিত মুখ্যমন্ত্রীর হাতেই শিক্ষা দপ্তরের দায়িত্ব। তবুও শিক্ষক সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। বিরোধীদের অভিযোগ, সরকারের মনোযোগ শিক্ষার দিকে নয়, বরং রাজনৈতিক প্রচার ও ধন্যবাদ মিছিলে সীমাবদ্ধ।
শিক্ষক স্বল্পতার কারণে নবম-দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তর উপেক্ষিত হওয়ায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
উপসংহার
সোনামুড়ার রাঙামাটিয়া নর্থ হাই স্কুলের ঘটনায় ফের স্পষ্ট হলো—ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন দেখার বিষয়, সরকার ও শিক্ষা দপ্তর ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দাবির প্রতি কী পদক্ষেপ নেয়।