হটাৎ ভাল্লুকের আক্রমণে মৃত এক | পানিসাগর

1 Min Read

পানিসাগরে ভাল্লুকের আক্রমণে প্রাণ হারালেন রাজীব কুমার রিয়াং

উত্তর জেলার পানিসাগর মহকুমার কেদআছড়া থানার অন্তর্গত দিন দুগঙ্গা এলাকায় শনিবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঝুম খেতে কাজ করার সময় ভাল্লুকের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারালেন রাজীব কুমার রিয়াং (৪৫)

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাজীব কুমার রিয়াং এদিনও ঝুম খেতে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় হঠাৎ একটি বুনো ভাল্লুক তার উপর ঝাঁপিয়ে পড়ে। ভাল্লুকের ভয়ঙ্কর আক্রমণে গুরুতর আহত হন তিনি।

দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দামচরা হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা পরিস্থিতি জটিল দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। তবে এম্বুলেন্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় রাজীব কুমার রিয়াং-এর।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও গোটা গ্রামাঞ্চলে নেমে এসেছে শোকের ছায়া।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version