মধুপুরে নাবালিকা ধর্ষণ কাণ্ডে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

1 Min Read
মধুপুরে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার নাম চণ্ডীচরণ সরকার  |

ত্রিপুরার মধুপুরে চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। মাত্র ৬ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ চণ্ডীচরণ সরকারকে ঘটনাস্থলের ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে মধুপুর থানার পুলিশ।

শনিবার গভীর রাতে কৈয়াডেপা এলাকা থেকে গ্রেফতারি অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা বিভাগ। মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং জানিয়েছেন, রবিবার অভিযুক্তকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হবে।

অভিযোগ উঠেছে, অভিযুক্তের স্ত্রী একজন সরকারি কর্মচারী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে রাজনৈতিক মহলের চাপ সৃষ্টি হয়েছিল। এমনকি শাসক দলীয় কিছু নেতৃবৃন্দ নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন। তবে তদন্তকারী অফিসার উত্তম পাল অভিযোগ পাওয়ার পর থেকেই নিরলসভাবে তল্লাশি চালান এবং শেষ পর্যন্ত চণ্ডীচরণ সরকারকে গ্রেফতার করতে সক্ষম হন।

ঘটনার পর নাবালিকার বাড়িতে পৌঁছান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক ও শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। সকলে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন।

এই ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, একটি নিরপরাধ শিশুর জীবনের সাথে এভাবে নৃশংসতা চালানো হলে তার যথাযথ শাস্তি নিশ্চিত করা কতটা জরুরি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version