অসুস্থতার কারণে দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন শুভমন গিল,
নেতৃত্বে আসতে পারেন অঙ্কিত কুমার
নিজস্ব প্রতিনিধি, ২৭ আগস্ট :
অসুস্থতার কারণে দলীপ ট্রফি খেলতে পারবেন না ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিসিসিআইয়ের চিকিৎসকেরা। ফলে উত্তরাঞ্চল দলের অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হচ্ছে নির্বাচকদের।
এশিয়া কাপে যাওয়ার আগে দলীপ ট্রফি খেলার পরিকল্পনা করেছিলেন শুভমন। তাঁকেই অধিনায়ক করে উত্তরাঞ্চল দল ঘোষণা করা হয়েছিল। তবে অসুস্থতার কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো তাঁকে।
অধিনায়ক দৌড়ে অঙ্কিত কুমার এগিয়ে
শুভমনের অনুপস্থিতিতে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন হরিয়ানার টপ অর্ডার ব্যাটার অঙ্কিত কুমার। দল ঘোষণার সময় তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছিল। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রাখেন। নির্বাচকদের মতে, অঙ্কিতই প্রথম সারির পছন্দ।
নতুন সংযোজন ও পরিবর্তন
-
শুভমনের পরিবর্তে দলে এসেছেন তরুণ ব্যাটার শুভম রোহিল্লা।
-
এশিয়া কাপের আগে একটি ম্যাচ খেলবেন অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা।
-
এরপর তাঁদের পরিবর্তে আসবেন গুরনুর ব্রার ও অনুজ থাকরাল।
দলীপ ট্রফির সূচনা
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে বিসিসিআই উৎকর্ষ কেন্দ্রে শুরু হবে দলীপ ট্রফি। সেই আসরেই শুভমনকে দেখা যাবে না, যা উত্তরাঞ্চলের শক্তিতে বড় ধাক্কা।