ড্রাগস্ ব্যবসায়ীর হাতে আক্রান্ত রাজমিস্ত্রি, চাঞ্চল্য উদয়পুরে
উদয়পুরের ড্রপ গেট বাজার এলাকায় প্রকাশ্যে ছুরি হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় কুখ্যাত ড্রাগস্ ব্যবসায়ী বিপ্লব দাস প্রকাশ্যে রাজমিস্ত্রি সুজিত দে-র মাথায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পেছনের কারণ
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে এলাকাবাসী ড্রাগস ব্যবসায়ী বিপ্লব দাসকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই এলাকাবাসীর সঙ্গে তার বৈরিতা তৈরি হয়। বিশেষ করে রাজমিস্ত্রি সুজিত দে-র সঙ্গে প্রতিনিয়ত বাকবিতণ্ডায় জড়াতো বিপ্লব। সেই শত্রুতার জেরেই এই হামলা হয়েছে বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের ভূমিকা
ঘটনাস্থলে উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় সুজিত দে-কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
পুলিশের কাছে অভিযোগ
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা ড্রপ গেট বাজার এলাকায়। আহত সুজিত দে-র পরিবার, স্থানীয় যুবক এবং প্রত্যক্ষদর্শীরা ইতিমধ্যেই উদয়পুর আর কে পুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে।