বিশ্ব রেকর্ড বুকে স্থান খোয়াইয়ের খুদে প্রতিভা অয়ন দেবনাথ
পাঁচ বছরের বালকের অসাধারণ সাফল্যে গর্বিত চেবরী ও সমগ্র রাজ্য
মেধা এবং একাগ্রতার মাধ্যমে যেকোনো প্রতিবন্ধকতাকে জয় করা যায়—এই সত্যকে আবারও প্রমাণ করল খোয়াই মহকুমার পূর্ব চেবরীর খুদে প্রতিভা অয়ন দেবনাথ। মাত্র পাঁচ বছর আট মাস বয়সে বিশ্ব রেকর্ড বুকে নিজের নাম তুলে নিল এই ক্ষুদে বিস্ময়।
অয়ন, যিনি পূর্ব চেবরী তাঁতিপাড়া এলাকার বাসিন্দা তথা শিক্ষক প্রানোজিত দেবনাথ এবং মা তনুশ্রী দেবনাথের সন্তান, একটানা মাত্র ২ মিনিট ৫৩ সেকেন্ডে বিশ্বের ১৯৫টি দেশের নাম এবং রাজধানীর নাম নিখুঁতভাবে উচ্চারণ করে নতুন ইতিহাস রচনা করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি
অয়নের এই অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি জানিয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস থেকে তাকে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই ডাক মারফত সেই সম্মান তার পরিবার হাতে পেয়েছে। খুদে অয়নের এই সাফল্যে মা-বাবা, দাদু, কাকা-কাকিমা, আত্মীয়-স্বজন সকলেই আপ্লুত ও গর্বিত।
আগের রেকর্ডও নজরকাড়া
অয়নের প্রতিভা নতুন নয়। এর আগেই, মাত্র দুই বছর চার মাস বয়সে, একই কৃতিত্বের জন্য সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নিজের নাম তুলেছিল। এবারে বিশ্ব রেকর্ড বুকে নাম ওঠায় তার সাফল্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠলো।
আনন্দের জোয়ার
অয়নের এই ঐতিহাসিক অর্জনকে কেন্দ্র করে আজ চেবরী ও গোটা খোয়াই জুড়ে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। প্রতিবেশী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষার্থী—সকলের মুখে একটাই কথা, “অয়ন আমাদের গর্ব।”