পাহাড়ি রাজনীতিতে অঘটন। মথা ছেড়ে বিজেপিতে যোগদান
নিজস্ব প্রতিনিধি, টাকারজলা:
আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি রাজনীতিতে আবারো অঘটন। বুধবার দুপুরে টাকারজলা বিধানসভার জন্ম জয়নগর ভিলেজ কমিটির হরিমঙ্গল পাড়ায় মথা দল (আনারস প্রতীক) ছেড়ে ১৩ পরিবারের মোট ৫২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।
এই যোগদান সভায় উপস্থিত ছিলেন—
টাকারজলা মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা (সভায় নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে বরণ করেন)
মণ্ডলের সহ-সভাপতি রমনাথ দেববর্মা
নবাগতরা জানান, আগামী দিনে তাঁরা বিজেপির হয়ে কাজ করবেন এবং এডিসি নির্বাচনে দলকে শক্তিশালী করবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে মথা দলের প্রার্থী বিশ্বজিৎ কলই বিপুল ভোটে জয়লাভ করে বর্তমানে বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন। টাকারজলা বিধানসভায় মথা দলের ভিত্তি দীর্ঘদিন ধরেই মজবুত ছিল। তবে এডিসি নির্বাচন ঘনিয়ে আসতেই ভোটারদের একাংশ মথা দল থেকে সরে বিজেপির পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
👉 রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, টাকারজলায় এখন “উল্টো গঙ্গা” বইতে শুরু করেছে।