গোমতী জেলার উদয়পুর বাগমা ফাঁড়ির নাকা চেকিং পয়েন্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। সোমবার রাতে ব্যারিকেডের সাথে একটি দ্রুতগামী বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুই যুবককে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মীরা জানান, বাইকটি অতিরিক্ত গতিতে চলছিল, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ব্যারিকেডে ধাক্কা মারে।
মৃত দুই যুবক হলেন —
-
অজয় দেবনাথ
-
প্রিয়তোষ দেব
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন ফাঁড়ি ইনচার্জ সূর্য মোহন দাস। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।