নিজস্ব সংবাদদাতা, যাত্রাপুর:
ত্রিপুরাকে মাদকমুক্ত রাজ্য গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে বুধবার ভোর থেকেই যাত্রাপুর থানার উদ্যোগে বড়সড় মাদকবিরোধী অভিযান চালানো হয়। কাঁঠালিয়া জাগুরিয়া ছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ গাঁজার নার্সারি গাছ ধ্বংস করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার অফিসার-ইন-চার্জ সিতি কান্ত বর্ধন। তাঁর সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর অমর কিশোর দের্বমা, সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত এবং বিপুল সংখ্যক টি.এস.আর জওয়ান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক চক্র সক্রিয় ছিল। স্থানীয় সূত্রে তথ্য পাওয়ার পরই এই অভিযান পরিকল্পনা করা হয়। অভিযানের ফলে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
অভিযান শেষে পুলিশ জানায়—
👉 এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে
👉 মাদকচক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে
👉 ভবিষ্যতে আরও বিস্তৃত অভিযান পরিচালনা করা হবে
ত্রিপুরা জুড়ে একাধিক এলাকায় সম্প্রতি মাদক বিরোধী অভিযানে সাফল্য মিলছে। প্রশাসনের দাবি, রাজ্যকে মাদকমুক্ত করতে এই ধরনের ধারাবাহিক পদক্ষেপ জারি থাকবে।