দক্ষিণ ত্রিপুরার উদয়পুর রেলস্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার রেল পুলিশের হাতে আটক হলেন এক কলেজ পড়ুয়া ছাত্র ও এক গৃহবধূ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ বছরের কলেজ ছাত্র বলরাম দাশ গত বৃহস্পতিবার মাকে জানিয়ে পিসির বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু শনিবার তাকে উদয়পুর রেলস্টেশনে এক গৃহবধূকে সঙ্গে নিয়ে দেখতে পায় রেল পুলিশ। সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বলরাম জানায়, ওই গৃহবধূর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাকে নিয়ে কলকাতা পালানোর পরিকল্পনা করেছিল।
পরে জানা যায়, ওই গৃহবধূর নাম সোনালী সরকার। তিনি বিবাহিত এবং তাঁর পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। খবর পেয়ে বলরামের বাবা-মা রেলস্টেশনে পৌঁছে বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর রেল পুলিশ উভয়কে আটক করে এবং পরবর্তী সময়ে উদয়পুর মহিলা থানার হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।