দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিবসকে সামনে রেখে গোটা দেশজুড়ে কংগ্রেস এবং তার বিভিন্ন শাখা সংগঠন নানান কর্মসূচি পালন করছে।
তারই অঙ্গ হিসেবে আগরতলার বটতলায় মহিলা কংগ্রেস সংগঠনের উদ্যোগে ‘মহিলা স্বাস্থ্য সংকল্প’ শীর্ষক এক বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রিয়দর্শিনী প্রকল্পের অন্তর্গত এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের মহিলাদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
মহিলা কংগ্রেস নেতৃত্বরা জানান, রাজীব গান্ধী শুধু দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করেননি, তিনি মহিলাদের বিকাশ ও ক্ষমতায়নেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সেই অবদানকে স্মরণ করেই আজকের এই স্বাস্থ্য সচেতনতা উদ্যোগ।
বটতলায় আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।
