রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে মৎস্যচাষে উৎসাহিত করতে এবং ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে শান্তির বাজার মুকুট অডিটরিয়াম হলে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য দপ্তর।
অনুষ্ঠানে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬০৪ জন মৎস্যচাষীকে আর্থিক অনুমোদন পত্র প্রদান করা হয়। পাশাপাশি মহকুমার ৩৭ জন মৎস্যচাষীর হাতে অতিথিবৃন্দ কুনিজাল তুলে দেন। অপরদিকে মাছ বাজারে মাছ সতেজ রাখতে ১৬ জন মাছ বিক্রেতাকে আইস বক্স প্রদান করে দপ্তর।
এই উদ্যোগের মাধ্যমে মাছচাষের প্রতি আগ্রহ বাড়ানো ও চাষীদের আয় বৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণাবতী রিয়াং, জোলাইবাড়ী ব্লকের চেয়ারম্যান তাপস দত্ত, ভাইসচেয়ারম্যান কেশব চৌধুরী, মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং, সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
দক্ষিণ জেলার মৎস্য দপ্তরের আধিকারিক টিকেন্দ্র জমাতিয়া সংবাদমাধ্যমকে জানান, রাজ্য সরকার মৎস্যচাষীদের উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। তিনি অভিযোগ করেন, বিগত শাসনকালে মৎস্যচাষীরা বঞ্চনার শিকার হলেও বর্তমান সরকার তাঁদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত মৎস্যচাষী ও মাছ বিক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।