শুক্রবার উদয়পুর শহরে গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে মিছিল ও এক সভা অনুষ্ঠিত হয়। উদয়পুর প্রতিনিধি// জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় কর্মসূচি অঙ্গ হিসাবে শুক্রবার বিকেলে গোমতী জেলার সদর মহকুমা উদয়পুর জামতলা কংগ্রেস ভবন থেকে ভোট চোর গদি চোর এই দাবিতে গোমতী জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড হয়ে জাম তলাতে এসে শেষ হয়। সেখানে গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এিপুরা রাজ্যের কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা ও কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রত্যেকেই কেন্দ্রের বিজেপি দলকে এক হাত নিয়ে বলেন বর্তমান দেশে ভোট চোর এবং গদি চোর এই স্লোগান কি সামনে রেখে আজ থেকে ত্রিপুরা রাজ্যে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি উদয়পুর দিয়ে শুরু হয়েছে শেষ হবে আগামী ৭ই সেপ্টেম্বর কৈলাশহরে। বলেন নেতৃত্বরা দেশ আজ গভীর সংকটের মধ্যে দিয়ে চলছে। দেশের বিজেপি দল ভোট চুরি পাশাপাশি গদিচুরি করে ক্ষমতায় টিকে আছে। ইতিমধ্যে এটা ধরা পড়ে গেছে। কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী নেতৃত্বে সারাদেশে মুদির চুরির তথ্য জনসম্মুখে তুলে ধরা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবির সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে ফেরত দেখলেন নেতৃত্বরা। এস আই আর নাম দিয়ে বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। অথচ দেখা গেছে এদের মধ্যে অনেকে আবার জীবিত। এই কাজ চুপি ধরা পড়ে গেছে এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। সুদীপ বর্মন সিপিএমকে উদ্দেশ্য করে বলেন আর দেরি নয় কংগ্রেস দলের সঙ্গে মিলেমিশে বিজেপি কে ক্ষমতা থেকে সরানোর জন্য তিনি আহ্বান জানান। কেউ বলেন সিপিএম দলের মন্ত্রীত্ব থাকাকালীন খুন হয়েছিল উগ্ৰ পন্থীদের হাতে। এই নিয়ে কংগ্রেস আন্দোলন করেছিল। এও বলেন ক্ষমতা টিকে থাকার জন্য কংগ্রেস নেতৃত্ব না কখনো মাথা নত করেনি আজও করবে না। প্রদ্যুৎ কিশোরকেও এক হাত নিয়ে বলেন দলটা একেবারে বিলীন হয়ে যাচ্ছে। দেশে ও রাজ্যে বেকারদের কর্মসংস্থানে কোন ধরনের ব্যবস্থা নিতে পারছে না শাসক দল বিজেপি। বেকারত্বে ছেয়ে গেছে দেশ। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। ওষুধের দাম প্রতিদিন বেড়ে চলছে। পুলিশ তার পোশাকের মর্যাদা রাখতে পারছে না। প্রতিদিন এ রাজ্যে খুন হচ্ছে। গত এক বছর আগে এই উদয়পুর শহরে শিক্ষককে পিটিয়ে খুন করা হয়েছে। আসামিরা ছাড়া পেয়েছে। আইনের শাসন বলতে কিছু নেই। বিচার ব্যবস্থা নিয়েও মুখ খুললেন শুধু সুদীপ বর্মন। তিনি বলেন এ রাজ্যে নেশায় ডুবে গেছে। যারা নেশার সঙ্গে যুক্ত পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না। তারা কারা তারা শাসক দলের বলে পুলিশ কিছু করতে পারছে না। যারা বিরোধীদের উপর আক্রমণ সংগঠিত করছে তাদেরকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এর থেকে সরে আসার জন্য নতুবা আগামী দিন ভয়ংকর হবে। শুক্রবারে কংগ্রেস দলের সভাকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ প্রশাসন ছিল সতর্ক।
