ত্রিপামথা শাসিত এলাকার করুণ চিত্র

2 Min Read
| Tripura News

ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়া ভিলেজের রাস্তা নিয়ে অসন্তুষ্ট এলাকার জনগণ ! নির্বাচনের আগে নেতাদের মুখে উন্নয়নের ফুলঝুরি ফুটে কিন্তু নির্বাচনের বৈতরনী পাড় হয়ে গেলে গণদেবতাদের আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। এমনি একটি দৃশ্য দেখা গেলো ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজে। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের পূর্ব মুহুরীপুর-ভুরাতলী কেন্দ্রের ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের রাস্তাঘাট দীর্ঘ ১০ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। পানীয় জলের সংকট সহ শিক্ষা স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত নিজের মধ্যে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে এলাকার জনগণদের । নেতারা সেই সব জনগণের খবর নেওয়াটাও প্রয়োজন মনে করছেন না। এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজ থেকে একদিকে ঋষ্যমুখ ব্লকের হরিপুর বাজার পর্যন্ত,অন্যদিকে সাব্রুম মহকুমার কলাছড়া পর্যন্ত। এই রাস্তা ধরে এলাকার জনগণ বিভিন্ন কাজে ঋষ্যমুখ ব্লক, মহকুমা সদর বিলোনীয়া যেতে হয়। দীর্ঘ প্রায় আট দশ বছর রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তার ছাল চামড়া উঠে গেছে। সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে যায়। জরুরী পরিসেবার কাজে নিয়োজিত এম্বুলেন্স, অগ্নিনির্বাপক গাড়ি,বিদ্যুত পরিসেবার গাড়ি বা নিত্যযাত্রী পরিবহনের যান বাহন যাতায়াত করতে পারছে না এই রাস্তা দিয়ে । গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের তিপ্রা মথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা এডিসি এলাকার জনগণ কে নানা স্বপ্ন দেখিয়ে নির্বাচনের বৈতরনী পার হয়েছিলেন। কিন্তু ভোটে জয়ী হয়ে এলাকার এমডিসি দেবজিৎ ত্রিপুরা আর এমুখো হচ্ছে না বলে এলাকার জনগণের অভিযোগ। এলাকার জনগণ কি সুখে আছে, তাদের কোন সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে কিভাবে তার সমাধান করবেন সেই বিষয়ে খোঁজ খবর পর্যন্ত নিচ্ছে না এমডিসি বাবু । এডিসিতে বসবাসকারী জনগণ তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরেছেন বলে ও জানান। শুধু মাত্র রাস্তা খারাপ নয়,এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ও অভাব রয়েছে। তাদের আর্থ সামাজিক মানোন্নয়নে এমডিসির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন কাঁঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের জনগণ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version