নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য চুরাইবাড়ি থানার। আটক প্রায় চার কোটি টাকার গাঁজা সহ দুই ব্যক্তি।
নেশা বিরোধী অভিযানে চুরাইবাড়ি থানার বিশাল সাফল্য। প্রায় চার কোটি টাকা মূল্যের শুকনো গাঁজা সহ বহিঃরাজ্যের দুই চালক ও সহচালককে পাকড়াও করলো পুলিশ। ঘটনা সোমবার দুপুর দুইটা নাগাদ চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে। এদিন দুপুরে আগরতলা থেকে গুয়াহাটি যাবার জন্য UP58AT-1128 নম্বরের ছয় চাকার একটি লরি চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই গাড়ি দাড় করিয়ে তল্লাশি করা হয়।এমন সময় ওসি খোকন সাহা লক্ষ করেন গাড়িতে থাকা ইলেকট্রনিক ট্রান্সফরমারের নাট গুলি ঢিলে অবস্থায় রয়েছে। এতে ওনার সন্দেহ বেড়ে যায়।তিনি সঙ্গে সঙ্গে নাট গুলি খুলেন এবং দেখতে পান গাঁজার প্যাকেট রয়েছে এর ভেতরে। এভাবে গাড়িতে মোট দশটি ট্রান্সফরমারের ভেতরে বিপুল পরিমাণ গাঁজাগুলি লুকায়িত ছিল। এতে ছিয়ানব্বই প্যাকেটে দশ কেজি করে মোট নয়শো ষাট কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান ওসি শ্রী সাহা। এদিকে, গাড়ির চালক আওদেশ কুমার (৪২) পিতা মৃত অশোক কুমার ও সহচালক প্রমোদকুমার(৫৯) পিতা মৃত রাম ভরসেকে আটক করা হয়। দুজনার বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে। ধৃত দ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হবে এবং তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানান ওসি। আগামীকাল তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে।অপরদিকে, এই নেশা বিরোধী অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুুইয়া এবং ডিসিএম জিনিয়াস দেববর্মা। উপস্থিত সকলের সামনে গাঁজাগুলি জব্দ করা হয়।
নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য চুরাইবাড়ি থানার।
Leave a Comment