দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে

1 Min Read

দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধকালীন প্রাক প্রস্তুতি মহড়া।

যুদ্ধের মতো পরিস্থিতির অনুকরণের মহরা বিলোনিয়াতে । বুধবারে যখন ঘড়ির কাঁটা ঘন্টার কাটা চারের ঘরে ছুই ছুই তখন হঠাৎ বেজে উঠলো সাইরেন। চারদিকে ছোটাছুটি করছে দমকল বাহিনীর ইঞ্জিন ও এম্বুলেন্স ।একের পর আহতের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি এডিআরএফ কর্মীরা , বিপর্যয় মোকাবিলা কর্মীরা, আপদকালীন কর্মীরা, সিভিল ডিফেন্স কর্মীরা , পুলিশ কর্মীরা। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সব কিছুই ছিল মহড়া
মহড়ার মূল উদ্দেশ্য হল যেকোনো সম্ভাব্য প্রতিকূল আক্রমণ বা জরুরি অবস্থার মুখোমুখি হওয়ার জন্য সিভিল ডিফেন্স যন্ত্রপাতির প্রস্তুতি মূল্যায়ন এবং উন্নত করা। ১৯৭১ সালের পর এটিই প্রথম এই ধরণের মহড়া। ৭ই মে মহড়ার প্রস্তুতি নিয়ে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে । জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য বেসামরিক নাগরিক এবং সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করার জন্য একটি বেসামরিক প্রতিরক্ষা মক ড্রিল পরিচালিত হয়। এর প্রাথমিক লক্ষ্য হল বিভ্রান্তি কমানো এবং জীবন বাঁচানো। জেলা শাসক মহম্মদ সাজাদ পি, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা এই মহড়ার তত্বাবধান করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version