বাংলাদেশ-ভারত সীমান্তে হঠাৎ করেই বাড়ানো হয়েছে ভারতের নিরাপত্তার তৎপরতা। ত্রিপুরা এবং মেঘালয়ের সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিএসএফ সদস্য। এ পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন—তাহলে কি বাংলাদেশ কোনো বড় সংকটের মুখোমুখি?”
“ত্রিপুরার পাশাপাশি মেঘালয় সীমান্তেও ভারতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএসএফের অতিরিক্ত টহল ও নজরদারি সীমান্তে বসবাসরত মানুষদের মধ্যে তৈরি করেছে উৎকণ্ঠা।” তবে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক টানাপোড়েনও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।””বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। কিন্তু সীমান্তে এই ধরনের নজিরবিহীন প্রস্তুতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।””সামরিক হুমকি না নিছক সতর্কতা—এই প্রশ্নের জবাব এখনো পরিষ্কার নয়। তবে কূটনীতিকরা বলছেন, আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে।””বাংলাদেশের ভবিষ্যৎ কি অনিশ্চয়তার দিকে এগোচ্ছে?