মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা

1 Min Read

ঘোষণা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল: মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৩%, উচ্চমাধ্যমিকে ৭৯.২৯%

আগরতলা, ৩০ এপ্রিল: অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঘোষণা করা হলো ২০২৫ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগরতলায় পর্ষদ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করেন পর্ষদের কর্মকর্তারা।

এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার ৮৬.৫৩% এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৭৯.২৯%। ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করতে পারায় সন্তোষ প্রকাশ করেছে পর্ষদ এবং এই সফল প্রক্রিয়া সম্পাদনে যুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

মাধ্যমিক ফলাফল:

  • মোট পরীক্ষার্থী: ২৯,৬৭০ জন (পুরুষ ১৩,৮৬১ | মহিলা ১৫,৮০৯)

  • A1: ২২৮ জন | A2: ৮০৬ জন

  • B1: ১৬৯৬ জন | B2: ২৯৪২ জন

  • ১০০% পাশ করেছে: ৩৪৫টি স্কুল

  • ফেল করেছে ১০০% ছাত্রছাত্রী: কোন স্কুলেই নয়

  • মোট স্কুল: ১০১৯টি

উচ্চমাধ্যমিক ফলাফল:

  • মোট পরীক্ষার্থী: ২১,৫০৬ জন (পুরুষ ৯,৯২০ | মহিলা ১১,৫৮৬)

  • A1: ২২৮ জন | A2: ৮৮৪ জন

  • B1: ১৮১১ জন | B2: ২৬১৪ জন

  • ১০০% পাশ করেছে: ৩৯টি স্কুল

  • ১০০% ফেল: ৩টি স্কুল

পর্ষদের তথ্য অনুসারে, এবছর রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা সদর গুলি শহর আগরতলা ও পশ্চিম ত্রিপুরার তুলনায় ভালো ফল করেছে, যা বিশেষভাবে লক্ষ্যণীয়।

সার্বিক বিশ্লেষণের বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version