দীর্ঘদিন ধরে ছনতৈল গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে এবং ছয় নং ওয়ার্ডের দুইটি রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ছিলো।গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিককে জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে রাস্তা সংস্কার করে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে গ্রামবাসীরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়ের দারস্থ হয়ে রাস্তা সংস্কারের কথা জানায়। অবশেষে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে কাজও সম্পন্ন হয়ে যাবে। রাস্তার কাজ শুরু হওয়ায় গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন এবং মন্ত্রী টিংকু রায়কে ধন্যবাদ জানান। উল্লেখ্য, কৈলাসহরের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ছৈনতল গ্রাম পঞ্চায়েতের এক নং এবং ছয় নং ওয়ার্ডের দুইটি রাস্তা একেবারেই বেহাল ছিলো। চলাচলের এতটাই অনুপযোগী ছিলো যে, সংশ্লিষ্ট গ্রামে কোনো ধরনের গাড়ি কিংবা ইরিক্সা যেতো না। গ্রামের কেউ অসুস্থ হলে চার কিলোমিটার পায়ে হেঁটে জাতীয় সড়কে এসে গাড়িতে উঠতে হতো। একই অবস্থা ছিলো ছাত্র ছাত্রীদের ক্ষেত্রেও। গ্রামবাসীরা মন্ত্রী টিংকু রায়কে রাস্তার বেহাল অবস্থা জানানোর পর মন্ত্রী টিংকু রায় নিজে গ্রামে গিয়ে বেহাল রাস্তাটি পরিদর্শন করেন। পরিদর্শন করেই মন্ত্রী গ্রামবাসীদের আশ্বস্ত করেছিলেন যে, উনি নিজে দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথা বলে গ্রামের দুটো রাস্তার সংস্কারের কাজ খুব শীঘ্রই করা হবে। যেমন কথা তেমন কাজ। বিগত সাত মাস পূর্বে মন্ত্রী কথা দিয়ে আসার পর চলতি বছরের মার্চ মাসে রাস্তা দুটোর কাজ শুরু হয়েছে। মূলত ছনতৈল গ্রামের শ্যামা প্রসাদ মুখার্জি ব্রীজ থেকে হালাইরপাড় ব্রীজ অব্দি রাস্তাটি এবং ছনতৈল হাইস্কুলের সামনে থেকে হালাইরপাড় ব্রীজ অব্দি মোট চার কিলোমিটার রাস্তা দুইটির সলিং, মেটেলিং, কার্পেটিং, সাইড সোল্ডার এবং ড্রেনের কাজ বিগত মার্চ মাস থেকে শুরু হয়েছে। কাজ প্রায় শেষের পথে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ সমাপ্ত হয়ে যাবে বলে জানান ঠিকাদার সুখুরঞ্জন নম:। রাস্তা দুটির কাজ যখন করা হয় তখন গ্রামবাসীরা নিজেরাই তদারকি করেন এবং কাজের শুরু থেকেই গুনগত মান বজায় রেখেই কাজ হচ্ছে বলেও জানান গ্রামবাসীরা।বিগত ছয় সাত বছর ধরে বেহাল রাস্তার জন্য গ্রামবাসীরা অনেক দুর্ভোগের শিকার হবার পর মন্ত্রী টিংকু রায়ের প্রচেষ্টায় কাজ শুরু হওয়ায় এবং আগামী এক সপ্তাহের মধ্যে কাজও সম্পন্ন হবে। এরজন্য গ্রামবাসীরা মন্ত্রী টিংকু রায়ের দীর্ঘায়ু কামনা করেন ও মন্ত্রীকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, এই রাস্তার উপর প্রায় চারশো পরিবার নির্ভরশীল। চন্ডীপুর বিধানসভার ছৈনতল গ্রাম পঞ্চায়েতের দুইটি রাস্তা ছাড়াও গোটা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মোট পনেরোটি রাস্তার কাজ চলছে।
