বিশালগড়ে ব্রাউন সুগার কাণ্ড: নেশা বিক্রেতা ও নেশাখোর আটক, উত্তেজনা এলাকায়

2 Min Read
ব্রাউন সুগারে সহ স্থানীয় যুবকদের হাতে আটক নেশা বিক্রেতা | Tripura News

অরাজকতা ! পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ বিশালগড়বাসীর।

ব্রাউন সুগারে সহ স্থানীয় যুবকদের হাতে আটক নেশা বিক্রেতা সহ নেশাখোর। উত্তেজিত জনতা উত্তম মাধ্যম দিয়ে তুলে দিলো বিশালগড় থানা পুলিশের হাতে। বিশালগড় মহকুমা হাসপাতালে উল্টো দিকে টিফিনের দোকানে প্রতিনিয়ত ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করা যাচ্ছেন দোকান মালিক টুটন সাহা বাবার নাম গোপাল সাহা বাড়ি অফিসটিলা। জানাযায় অফিসটিলার একাংশ যুবক এ ব্রাউন সুগার নেশা বিক্রির অভিযোগে বর্তমানে কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। নেশা মুক্ত বিশালগড় গড়ার মিশন আরোও একধাপ এগিয়ে নিয়ে গেলো এলাকার রাষ্ট্রবাদী যুবকরা। বুধবার দুপুরে সোনামুড়া থেকে এক নেশাখোর আক্তার হোসেন বাবা নরু ইসলাম টিফিনের দোকান থেকে ৪০০ টাকার বিনিময়ে চারটি ব্রাউন সুগারের কন্টেইনার ক্রয় করেন। ঠিক তখনই এলাকার রাষ্ট্রবাদী যুবকরা সেই নেশাখোর যুবক আক্তার হোসেন ধরে উওম মাধ্যম দেওয়ার পর সে স্বীকার করে টিফিনের দোকানের মালিক কাজ থেকে ব্রাউন সুগার কন্টেইনার করবে ক্রয় করেন। বিগত কয়েক বছর যাবত ব্রাউন সুগার কন্টেইনার বিক্রির দিক দিয়ে সিপাহীজলায় নাম উজ্জ্বল করেছে অফিসটিলা হসপিটাল সংলগ্ন এলাকার একাংশ যুবক। সিপাহীজলা জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে নেশাখোর উক্ত এলাকায়। ব্রাউন সুগার বিক্রির অভিযোগে একাধিক নেশা বিক্রেতা জেলে থাকলেও আদৌ এখনো পর্যন্ত সেই এলাকায় ব্রাউন সুগার বিক্রির বাণিজ্য মূলত বন্ধ হয়নি।পুলিশ আসামাত্রই স্থানীয়রা খুব জানান পুলিশের এই তালবাহানায় একাংশ যুবক নেশাগ্রস্ত হয়ে পড়ছে। পুলিশ সমস্ত কিছু যেন তাদেরকে শক্ত হাতে দমন করছেন না। এমনটি দাবি স্থানীয় যুবকদের।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version