ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদে কল্যাণপুর ব্লক কংগ্রেস

2 Min Read
| Tripura News

ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ কল্যাণপুরে ব্লক কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। এই সময়ের মধ্যে কংগ্রেস দল গোটা দেশের মধ্যে বিজেপির নেতৃত্বে অপশাসন চলছে, এই অভিযোগ করার পাশাপাশি ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রায় প্রতিদিন কোন না কোন জায়গায় কর্মসূচি সংঘটিত করছে। একই রকম ভাবে আজ কল্যাণপুরে ব্লক কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। এই বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে এক মিছিল স্থানীয় কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে বাজার অভিমুখে যাত্রা শুরু করলে একটু যেতে না যেতেই কল্যাণপুর পুলিশ বাধা দান করে। পুলিশের বক্তব্য হচ্ছে প্রয়োজনীয় অনুমতি না থাকায় পুলিশ এই বাধা তৈরি করেছে। এদিকে একটা সময় কংগ্রেসের নেতারা, কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়ে তাদের কর্মসূচি চালাতে থাকে। যদিও কিছুক্ষণের মধ্যেই কল্যাণপুরের পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে শামিল কংগ্রেস দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই কর্মসূচিতে কংগ্রেস দলের রাজ্য স্তরের নেতা আমির হোসেন, জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কার্তিক দেবনাথ প্রমূখ উপস্থিত ছিলেন।
কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য হচ্ছে গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যেও বিজেপি দলের শাসনে সাধারণ মানুষের জীবন যাপনের সামনে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে, এর বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সরব হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আজকের কর্মসূচি থেকে ওয়াকফ বিলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের আহ্বান করা হয় বারবার। সাপ্তাহিক হাট বারের দিনে কংগ্রেস দলের কর্মসূচি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, যদিও পুলিশের সময় উপযোগী ভূমিকায় কোন প্রকারের অনভিপ্রেত ঘটনা ঘটে নি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version