বিজেপি দলের পক্ষ থেকে কিংবা বিজেপি দলের কেউ ভগবান রাম চন্দ্রের মূর্তি বসায় নি বলে প্রকাশ্যেই জানান বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর। উল্লেখ্য, ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের শ্রীরামপুরের ট্রাই জংশনে ২০১২সালে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসানো হয়েছিলো। এরপর থেকে প্রতি বছর প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের জন্মদিনে সেই মূর্তিতে মাল্যদান করা হতো দলের পক্ষ থেকে। এব্যাপারে গতকাল বারো এপ্রিল শনিবার সন্ধ্যায় সি.পি.আই.এম কৈলাসহর মহকুমা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুস্টিত হয়েছিলো। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, স্থানীয় সি.পি.আই.এম নেতা প্রভাকর সিনহা। সাংবাদিক সম্মেলনে বিশ্বরূপ গোস্বামী জানান যে, ২০১৮সালে রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর রাতের অন্ধকারে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেংগে দেওয়া হয়েছিলো। পরবর্তী সময়ে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৈলাসহরে এসে বলেছিলেন যে, বৈদ্যনাথ মজুমদারের মূর্তি পুনরায় বসিয়ে দেওয়া হবে। কিন্তু এরপর বিপ্লব কুমার দেব কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা কেউই আজ অব্দি মূর্তি বসানোর ব্যাপারে কিছুই করেন নি বলে জানান। এমতাবস্থায় এগারো এপ্রিল শুক্রবার রাতের অন্ধকারে বৈদ্যনাথ মজুমদারের মূর্তির জায়গায় ভগবান রাম চন্দ্রের মূর্তি বসিয়ে দেওয়া হয়েছে। বিশ্বরূপ গোস্বামী সরাসরি না বললেও, ঘুরিয়ে ফিরিয়ে বলেন যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার দলের লোকেরাই এই কাজ করেছে। মানিক সাহার ক্ষমতা থাকলে এর সুষ্ট তদন্ত করে শাস্তির ব্যবস্থা করুক বলেও জানান বিশ্বরূপ বাবুতবে, কৈলাসহরের শ্রীরামপুর এলাকার বরিস্ট নাগরিক তথা বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর তেরো এপ্রিল রোববার সকালে উনি উনার বাসভবনে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, ২০১৮সালে রাতের অন্ধকারে শ্রীরামপুর এলাকার ট্রাই জংশনে বৈদ্যানাথ মজুমদারের মূর্তি কে ভেংগেছে তা উনি জানেন না এবং বিজেপি দলের পক্ষ থেকেও মূর্তি ভাংগা হয়নি। তাছাড়া এগারো এপ্রিল রাতের অন্ধকারে সেই জায়গায় ভগবান রাম চন্দ্রের মূর্তি কে বসিয়েছে তাও উনি জানেন না। এবং বিজেপি দলের পক্ষ থেকে কিংবা বিজেপি দলের কেউ ভগবান রাম চন্দ্রের মূর্তি বসায় নি। সি.পি.আই.এম দল সাংবাদিক সম্মেলন করে যাই বলেছে তা সম্পুর্ন মিথ্যা। তাছাড়া সি.পি.আই.এম দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে যে, বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেংগে দেওয়ার পর নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার কৈলাসহর এসে বলেছিলেন বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসিয়ে দেওয়া হবে। একথা উনি শোনেন নি এবং জানেন না বলেও জানান। বিমল করও স্পষ্ট ভাবেই জানিয়ে দেন যে, রাম কথার অর্থ হলো শান্তি, শৃঙ্খলা। ভগবান রাম চন্দ্রকে বিজেপি দল শ্রদ্ধা করে এবং সন্মান করে। ভগবান রাম চন্দ্রের আদর্শকে পাথেয় করেই এবং অনুসরণ করেই বিজেপি দল চলে। এর মানে এই নয় যে, রাতের অন্ধকারে রাম চন্দ্রের মূর্তি বসানোর মতো কাজের সাথে বিজেপি দল জড়িত থাকবে। বিজেপি দল এব্যাপারে কিছুই জানে না বলেও জানান বিমল বাবু। তবে, এভাবে রাতের অন্ধকারে ভগবান রাম চন্দ্রের মূর্তি বসানোর দায় প্রকাশ্যে কেউ নিচ্ছে না। এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে তোলপাড় চলছে। ফলে কৈলাসহরের রাজনৈতিক পারদ চরম তুংগে রয়েছে।