বুথ সভাপতির দোকানে তালা

3 Min Read
শাসকদলের নেতার বিরুদ্ধে চোখের জলে অভিযোগ জানালেন প্রাক্তন সভাপতি | Tripura News

দলের প্রাক্তন বুথ সভাপতির দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ কাঞ্চনমালা এলাকার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে!

মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হওয়ার পরেও শুধরালেন না শাসক দলের পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ ওরফে টোটন ও তার ভাই সুমন দেবনাথ! মামলা প্রত্যাহার করতে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি, সুযোগ বুঝে প্রতিশোধ নিতে দেওয়া হচ্ছে দোকানে তালা। যে টুটন দেবনাথ পঞ্চায়েত নির্বাচনের জয়ী হওয়ার পর ঈশ্বরের নামে শপথ নিয়েছিল আইনের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এলাকার সকলের প্রতি নিঃস্বার্থভাবে কাজ করবে সেই পঞ্চায়েত সদস্য টুটুন দেখনাই এখন তার এলাকার সাধারণ মানুষের সুখ শান্তি কেড়ে নিয়েছে। জানা গেছে বেশ কয়েক মাস আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ৪ নং ওয়ার্ডের এক মহিলার সাথে অসভ্য আচরণ করেছিল পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ ওরফে টুটন দেবনাথ সহ তার ভাই সুমন দেবনাথ। পঞ্চায়েত সদস্য সহ তার ভাইয়ের বিরুদ্ধে একাধিক ধারায় আমতলী থানায় মামলাও দায়ের হয়েছে, বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে ঠিক এরই মধ্যে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য করার জন্য ওই মহিলার পরিবারের লোকজনদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে পঞ্চায়েত সদস্য সহ তার ভাই। ঠিক এরই মধ্যে গত শুক্রবার রাতে পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ ওরফে টুটন দেবনাথ ও তার ভাই সুমন দেবনাথ এর নেতৃত্বে তাদের বাড়ি ঘরের মহিলারা লাঠি হাতে নিয়ে শাসকদলের প্রাক্তন বুথ সভাপতি হরিপদ দেবনাথ এর দোকান তালা লাগিয়ে দেয়। যদিও হরিপদ দেবনাথের দোকান বিটি অন্য একজনের নামে থাকলেও দীর্ঘ অনেক বছর ধরে হরিপদ দেবনাথের দখলে রয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মহিলার সংক্রান্ত মামলার প্রতিশোধ নিতে কাঞ্চনমালা বাজারে পঞ্চায়েত সদস্য টুটন দেবনাথ সহ তার ভাই কিছু মহিলাদের নিয়ে প্রতিশোধ নিতে হাজির হয়। ঘটনার পর ছুটে আসে কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত প্রধান। হরিপদ দেবনাথ তখন সকলের সামনেই অনুরোধ জানিয়েছে যদি জায়গাটি অন্যের নামে হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই জায়গাটি দখল ছেড়ে দেবেন কিন্তু উনাকে কিছুদিন সময় দেওয়ার জন্য কিন্তু পঞ্চায়েত সদস্য টুটন দেবনাথ সহ কেউ হরিপদ দেবনাথের অনুরোধ মানতে রাজি ছিল না যার ফলে এক প্রকার জোরপূর্বক হরিপদ দেবনাথের দোকানে তালা ঝুলিয়ে দেয়। হরিপদ দেবনাথের মতে ওনার সাথে পুরোপুরি অমানবিকতার পরিচয় দিয়েছে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধানসহ পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ উরফে টোটন সহ উপস্থিত সকলেই। হরিপদ দেবনাথের বক্তব্য হল উনার দোকানে প্রচুর মালামাল রয়েছে সেগুলি সঠিক সময়ে বিক্রি না করতে পারলে তিনি আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন অন্যদিকে কেউ উনাকে কিছুদিনের সুযোগ দেয়নি যার ফলে তিনি এখন অনেক টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অবশেষে বাধ্য হয়ে প্রাক্তন বুথ সভাপতি তথা দোকান মালিক হরিপদ দেবনাথ রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে চোখের জল ফেলতে ফেলতে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেন এবং তিনি হাত জোড় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এলাকায় পরিবার নিয়ে সুখে বসবাস করার অধিকারটুকু যেন দেয়। স্থানীয় এলাকার সূত্রে জানা গেছে পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ ওরফে টোটন দেবনাথ এর এতটাই ক্ষমতা কিংবা শক্তি রয়েছে যার ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ শব্দটাই ভুলে গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version