কৃষিমন্ত্রীর হাত ধরে টাকারজলায় উদ্বোধন হলো এগ্রি ডেভলপমেন্ট রিসোর্স কাম ট্রেনিং সেন্টারের শনিবার ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে টাকারজলায় উদ্বোধন হলো এগ্রি ডেভলপমেন্ট রিসোর্স কাম ট্রেনিং সেন্টারের রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই পাকা ভবনের উদ্বোধন হয়। এই শুভক্ষণের সাক্ষী হতে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন টাকারজলা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ কলই গোলাঘাটি বিধানসভার বিধায়ক মানব দেবরমা জম্পুইজলা বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ আরো অনেকেই রাজ্যকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য কৃষক এবং কৃষি কাজের উন্নয়ন একান্ত প্রয়োজন এই বিষয়কে মাথায় রেখে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষকদের আধুনিক চাষাবাদে সাহায্য করা চাষআবাদের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির যোগান দেওয়া পাশাপাশি কৃষকদের সঠিক চাষ পদ্ধতি সম্বন্ধে ওয়াকিবহাল করানোর জন্যই এ ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে অনুষ্ঠানে উপস্থিত কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান তিনি আরো জানান খুব শীঘ্রই টাকারজলায় সমস্ত কৃষকদের হাতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি তুলে দেওয়া হবে। পাশাপাশি তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করার জন্য বাজারের ব্যবস্থাও করবেন। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন যে সমস্ত কৃষকরা আমাদের খাদ্য যোগান দেন তাদের পায়ে প্রণাম করে আমাদের খাদ্য গ্রহণ করা প্রয়োজন কারণ ভগবান বা গড আমাদের খাদ্য যোগান দেন না যোগান দেন কৃষকরা তাই তাদেরকে সম্মান করতে হবে তারা আমাদের অন্নদাতা পাশাপাশি তিনি আরও বলেন জনজাতি এলাকার মানুষ এখনো পিছিয়ে পড়ে আছে তাই তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিষেবার আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। তবেই সবকটা সাত সবকা বিকাশের মন্ত্র সঠিক বাস্তবায়ন করা হবে।