বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

2 Min Read

বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া পরিত্যক্ত ফরেস্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। এমনিতেই সুখা মরসুম, কাঠফাটা রোদ্দুর, চারিদিকে সব শুকনো হয়ে রয়েছে। এ অবস্থায় আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে কোন এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে বনদপ্তরের এই অফিসটি। অফিস না চললেও ঘর দুয়ার সবকিছু রয়েছে। কিন্তু হঠাৎ করে দিন দুপুরে কি করে আগুন জ্বলে উঠলো এই নিয়ে সকলের মনে প্রশ্ন। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আগুন কিন্তু সবকিছু শুকনো থাকাতে কিছুতেই তা সম্ভব হচ্ছে না। খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরে কিন্তু খবর পাওয়ার পরও দীর্ঘ প্রায় এক ঘণ্টা পর দমকল কর্মীরা আসে বলে অভিযোগ। আর ততক্ষণে এই অফিসের চারটি ঘরের মধ্যে একটি পরিত্যক্ত ঘর আগুনে সম্পূর্ন ভস্মীভূত হয়ে যায় । দমকল কর্মীরা আসার আগে স্থানীয় লোকজন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সময়ে দমকল কর্মীরা এসে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদি এলাকাবাসী প্রথম থেকে আগুন নেভানোর উদ্যোগ না নিতো এবং পরবর্তী সময়ে দমকল কর্মীরা না আসতো তাহলে এই ফরেস্ট অফিস সংলগ্ন মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ফরেস্ট অফিসের পাশে থাকা মানুষের রাবার বাগানসহ বাড়ি ঘরে আগুন লেগে যেত। দমকল কর্মীদের এহেন ভূমিকায় ক্ষুব্ধ ওই এলাকার জনগণ। যেহেতু দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই ফরেস্ট অফিসটি বন্ধ রয়েছে তাই ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা খুবই কঠিন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version