উদয়পুর মহাদেব দীঘির কাজ পরিদর্শনে যান রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।
মন্দির নগরী উদয়পুরের জনপ্রিয় জননেতা বিধায়ক তথা রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্হানীয় মহাদেব দিঘির পাড়ে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার, পৌর পরিষদের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর চামেলী দাস,ভারতীয় জনতা পার্টির রাধাকিশোরপুর মন্ডল সভাপতি সানি সাহা, সংশ্লিষ্ট এলাকার ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। দিঘির পাড় বাঁধানো ও সৌন্দর্যায়নের অগ্রগতি পর্যালোচনা করে, সংশ্লিষ্ট আধিকারিকদের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আরও অভিমত ব্যক্ত করেন যে,জগন্নাথ দিঘির সৌন্দর্যায়নের পর দ্বিতীয় ধাপে মহাদেব দিঘির কাজ চলছে, তারপর মাতারবাড়ির চন্দ্রসাগর ও অমরসাগরের সৌন্দর্যায়নের কাজে হাত দেওয়া হবে,এবং সকল কাজ সুসম্পাদিত হবার পর সরোবর নগরী উদয়পুরের এলাকাবাসী ও পর্যটকদের জন্য দীঘিগুলোর চারিপার্স্ব একটি মনোরম মনোরঞ্জনের ঠিকানা হয়ে উঠবে যা জগন্নাথ দীঘির চারিদিকের সাজসজ্জা সহ আলোকবিন্যাসে আকৃষ্ট প্রতি দিনের জনউল্লাস শহরবাসীর মন-মানসে আনন্দ মুখর পরিবেশ বিরাজমান, বিগত দিনে এই সকল সৌন্দর্যায়ন বাস্তবায়নে যথার্থ সদিচ্ছার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছিল বলে শহরের সংস্কৃতি প্রেমী বুদ্ধিজীবি মহল একবাক্যে স্বীকার করেন।