রাজ্যন্য পরিমণ্ডলে বিজড়িত বাসন্তী পূজার মহাঅষ্টমী আজ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে। সকাল থেকে দেবী দুর্গার মহাঅষ্টমীর পূজায় অংশ নিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।
রাজ পুরোহিত জানান, “আজ মহাঅষ্টমীর পূজা বিধি মেনে সম্পন্ন হয়েছে। পূজা শেষে দেবীর উদ্দেশ্যে বলি প্রদান করা হয়েছে, যা রাজানুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ।”তিনি আরও জানান, “সন্ধ্যায় মায়ের বিশেষ সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে। এই আরতিতে রাজপরিবারের সদস্যসহ বহু ভক্ত অংশ নেবেন। দীপ, ধূপ ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে মায়ের আরাধনা করা হবে।”প্রাচীন ঐতিহ্য বহন করে চলা দুর্গাবাড়ির এই বাসন্তী পূজা রাজপরিবারের ঐতিহাসিক নিদর্শন হিসেবে এখনও আগরতলাবাসীর আবেগের সঙ্গে জড়িয়ে আছে। অষ্টমী পূজার এই বিশেষ দিনটি তাই ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যেরও বহন করে।পূজা উপলক্ষে দুর্গাবাড়ি চত্বরে সাজসজ্জা, আলোকসজ্জা এবং নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার আরতিতে বিপুল জনসমাগমের প্রত্যাশা করছে প্রশাসন ও আয়োজক কমিটি।
Leave a comment