মনু বাজার থানায় আসামিকে থানার লকআপে বেধড়ক ভাবে মারধর

2 Min Read
জনজাতি যুবককে থানায় এনে মারধর | জঙ্গলরাজ কায়েম করেছে সাব্রুম মনু বাজার থানার পুলিশ | Planet Tripura

আসামিকে থানার লকাপে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠল মনু থানার পুলিশের বিরুদ্ধে

দক্ষিণ জেলা সাব্রুম মহকুমার মনুবাজার থানার পুলিশ গতকাল এক অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদল ত্রিপুরা (38) পিতা আশা কুমার ত্রিপুরা, কালাডেপা বিপিন সদার পাড়া এক ব্যক্তি কে এরেস্ট করে আনে। আজ সকালে ঐ পাড়ার মনিন্দ্র ত্রিপুরা নামে এক ব্যক্তি কে আধার কার্ড নিয়ে থানায় আসতে ফোন করা হয়। সেই মোতাবেক মনিন্দ্র ত্রিপুরা এবং যুবরাজ ত্রিপুরা মনু বাজার থানা এসে দেখতে পায় বাদল ত্রিপুরার সারা শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন এবং এই বিষয়ে বাদল ত্রিপুরার সাথে কথা বলে জানা যায় গতকাল রাতে মনুবাজার থানার পুলিশ বাদল ত্রিপুরাকে বেধড়কভাবে মারধোর করে। এতে বাদল ত্রিপুরার দুটি চোখ মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়। এমনটাই জানায় আহত বাদল ত্রিপুরা এবং তার পরিবার।

এই অবস্থায় বাদল ত্রিপুরাকে মনুবাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে উন্নত চিকিৎসার জন্য বাদল ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। এ বিষয়ে বাদল ত্রিপুরার স্ত্রী এবং পরিবারের অন্যান্যদের সাথে কথা বলে জানা যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা পরিবার পুলিশের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে।

ঘটনার খবর পেয়ে মনু থানায় ছুটে যান জেলা পুলিশ আধিকার অশোক কুমার সিনহা এবং মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার।ঘটনাস্থলে পৌঁছে আধিকারিক দ্বয় একটি তদন্ত কমিটি গঠন করেন এবং গোটা ঘটনার তদন্তে নামেন। শেষ পাওয়া খবর অবধি পুলিশের পক্ষ থেকে জানা যায় ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিভাবে এই ঘটনার সংগঠিত হয় তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না।
তবে ঘটনার প্রকৃত বিষয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দানা বাধতে শুরু করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version