আগরতলা ট্রাফিক কর্মী হেনস্তা কাণ্ডে গ্রেপ্তার এক অভিযুক্ত

1 Min Read
বাইক বাহিনী এখন পুলিশের জালে। নেতাজি চৌমুনী | ট্রাফিক কর্মীর সাথে দুর্ব্যবহার | Planet Tripura News

Tripura News : 05.10.2024 কথায় আছে সব জায়গায় গায়ের জোর খাটে না। গতকাল নেতাজি চৌমুনীতে ডিউটিরত অবস্থায় এক জনজাতি ট্রাফিক কর্মীকে খুবই বিশ্রী ভাষায় গালিগালাজ সহ মানসিক ভাবে হেনস্তা করেছিল দুই যুবক.

এই যুবক ও তার এক বন্ধু গতকাল এক জনজাতি ট্রাফিক পুলিশকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছিল যার ভিডিও সামাজিক মধ্যে ভাইরাল। বিভিন্ন দিক থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনি বেবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্য কংগ্রেস দলের পক্ষে থেকেও আজ আগরতলা সদর এই ডিপিও অফিসের সামনে, এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করা হয় । অবশেষে রাজ্য পুলিশ উক্ত ঘটনাকে নিয়ে আগরতলা ট্রাফিক ইউনিট পশ্চিম থানায় একটি এফ আই আর করে এবং মাঠে নামে রাজ্য পুলিশ। অবশেষে দুই যুবকের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়। গোটা বিষয় টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version