কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন

2 Min Read
কৈলাসহর দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন | Planet Tripura News

 

দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় এবং ড্রেইন নির্মান না করায় প্রতিদিন গ্রামে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে!এরই প্রতিবাদে রাস্তা সংস্কারের দাবীতে গ্রামের যুবকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে!!ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায়।

রাস্তা অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় শাসক দলের চিনেপুটি নেতৃত্বের সাথে অবরোধ কারী যুবকদের সাথে তীব্র মতানৈক্য প্রকাশ্যে। অবরোধকারী যুবকরা জানায় যে, দীর্ঘদিন ধরে কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বি.এস.এফ ক্যাম্পের পাশের রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। এবং রাস্তার দুপাশে পাকা ড্রেন নির্মান না করার ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করে। যারফলে রাস্তাটি ভেংগে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় পূর্ত দপ্তরকে জানানোর পরও পঞ্চায়েত কিংবা পূর্ত দপ্তর কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। এরফলে গ্রামের যুবকরা একপ্রকার নিরুপায় হয়ে আটাশ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় রাস্তা সংস্কার এবং পাকা ড্রেন নির্মানের দাবীতে রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ প্রদর্শন শুরু করতে থাকে। রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী অবরোধস্থলে আসে। অন্যদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে স্থানীয় শাসক দলের চিনেপুটি এক নেতৃত্ব অবরোধস্থলে এসে পুলিশের সামনেই অবরোধকারী যুবকদের ধমকাতে চমকাতে শুরু করে। এমনকি সংবাদ প্রতিনিধিদের সামনেও অবরোধকারীদের গালিগালাজ দিতে শুরু করে এবং অবরোধ প্রত্যাহার করার হুমকি দেয়। পরবর্তী সময়ে উপস্থিত পুলিশ অফিসাররা অবরোধকারীদের জানান যে, রাস্তা সংস্কারের ব্যাপারে উনারা উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। পুলিশ অফিসারদের এই আশ্বাস পাবার পর প্রায় দেড় ঘন্টা পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।তবে, শাসক দলের চিনেপুটি নেতৃত্বের রক্তচক্ষুর কাছে একপ্রকার নিরুপায় হয়েই অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে বয়স্ক গ্রামবাসীদের অভিমত।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version