প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রকারের সেবামূলক কর্মসূচি

2 Min Read

গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রকারের সেবামূলক কর্মসূচি গ্রহণ অব্যাহত। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ 27 কল্যাণপুর প্রমোদনগর ভারতীয় জনতা যুব মোর্চার মণ্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এই রক্তদান শিবির ঘিরে সংশ্লিষ্ট মণ্ডল এলাকার শাসক দলিয় যুব সংগঠনের কর্মী সমর্থক সহ বিজেপি দলের বিভিন্ন স্তরের কর্মী এবং নেতৃত্বদের মধ্যে দারুন উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজেপি দলের খোয়াই জেলা সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী যেভাবে আজকের দিনে কল্যাণপুরের ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে রক্তদান শিবির আয়োজন করেছেন সেই উদ্যোগকে ব্যাপকভাবে প্রশংসিত করেন। পাশাপাশি বিধায়ক শ্রী দাস চৌধুরী দাবি করেন এই সময়ের মধ্যে শাসকদলের যুবকর্মী থেকে শুরু করে সমস্ত অংশের কর্মী সমর্থকেরা রাজনৈতিক প্রয়োজনীয় কর্মকাণ্ডের পাশাপাশি বরাবরই নানাভাবে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখেন। রক্তদান প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়কের স্পষ্ট বক্তব্য হচ্ছে রক্তদানের থেকে গুরুত্বপূর্ণ দান কোন কিছুই হয় না। এই জায়গায় দাঁড়িয়ে রক্তদানের মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানোর জন্য আগামী দিনেও যাতে বিভিন্ন অংশের যুবকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরা এগিয়ে আসেন সেই আহবানে রাখেন বিধায়ক। আজকের এই রক্তদান শিবিরে প্রায় 35 জন যুব কর্মী স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন বলে জানা গেছে। উল্লেখযোগ্য রক্তদাতাদের মধ্যে ছিলেন কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টার এর ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সন্দীপ চক্রবর্তী, ভারতীয় জনতা যুব মোর্চা কল্যাণপুর প্রমোদনগর মন্ডল সভাপতি শুভঙ্কর সেন, বিজেপি দলের কল্যাণপুর প্রমোদনগর মন্ডল এর অন্যতম নেতৃত্ব নিতাই বল প্রমুখ।
এই রক্তদান শিবিরে রক্ত দাতাদের উৎসাহিত করতে এবং সার্বিকভাবে গোটা বিষয়টাকে পর্যবেক্ষণ করার জন্য অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সোমেন গোপ, পূর্ণেন্দু ভট্টাচার্য, চয়ন রায়, অসীম দেবরায় প্রমুখ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version