নিগোসিয়েশন বাণিজ্য নিয়ে বিজেপি স্বদলীয় কর্মীদের মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষ মুখে কুলুপ এঁটেছেন রাজ্য সরকার। ঘটনা দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে। সুশাসনে এই ধরনের চিত্র দেখে হতবাগ শান্তির বাজার বাসি। হাতে অস্র নিয়ে ঘোরা ঘুড়ি করতে দেখা গেছে অমল দেবনাথ নামে এক বিজেপি কর্মীকে। ঘটনার বিবরণে জানা যায় বহুদিন ধরেই রমরমিয়ে চলছে শান্তির বাজার নিগোসিয়েশন বাণিজ্য। নিগোসিয়েশনের টাকায় ফুলে ফেঁপে উঠেছে বহু বিজেপি কর্মকর্তা। এছাড়া শান্তির বাজার pwd এবং dws অফিসেও চলছে নানাঃ অবৈধ কাজ। কান পাতলেই শুনা যায় বহু আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। সব কিছু সংবাদ মাধ্যমের কর্মীদের জানা থাকলে কোন এক অজানা কারণে এই খবর গুলো প্রকাশিত হয় না। মুখে কুলুপ এঁটেছেন সাংবাদিক বন্ধুরা। জানা যায় শান্তির বাজার নগর পঞ্চায়েতের ভাইস চেয়ার ম্যান সত্যব্রত সাহা এবং যুবমোর্চার রাম প্রাসাদ শীলের দুইটি টিম রয়েছে এরাই শান্তিরবাজার এর বিভিন্ন অনৈতিক কাজ গুলো করে যাচ্ছে। গত ১৪ই সেপ্টেম্বর রাত আনুমানিক ৯.৩০ নাগাদ শান্তির বাজারের বাজার এলাকায় সাঁতব্রত সাহা এবং রাম প্রাসাদ শীলের টিমের মধ্যে নোগোসিয়েশনের টাকা নিয়ে দন্ধ বাঁধে অমল দেবনাথ ও বি সি মোর্চার সম্পাদক এর সাথে, প্রথমে কথা কাটা কাটি পরে এই ঝগড়া এক বিশাল রূপ নেই এক পক্ষ আরেক পক্ষকে পুলিশের সামনে মারধর করতে থাকে, একটা সময় প্রকাশ্যে অস্র হাতে আক্রমণ করেন দক্ষিণ ত্রিপুরা ও বি সি মোর্চার সম্পাদক আমল দেবনাথ। ঘটনায় শান্তি বাজার জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে। এই নাকি বিজেপি সরকারের সুশাসন। ঘটনা মুখ্যমন্ত্রী কানে গেলেও কোন রকমের পদক্ষেপ নিচ্ছে না দোষীদের বিরুদ্ধে। এছাড়াও শান্তির বাজার থানার ওসির বিরুদ্ধে ও বেবস্তা নেওয়ার অভিযোগ উঠেছে জনগণ থেকে।