নির্বাচনের প্রাকমুহুর্তে দেখা গিয়েছে গোষ্ঠী কোন্দল | Tripura News

3 Min Read

কখনো কংগ্রেস কখনো তৃণমূল কখনো বিজেপি সামিল হয়ে সাধারণ জনগণকে পাশে রেখে মিথ্যা রাজনীতিক করা যাদের লক্ষ্যমাত্রা তারা কি আদতে জনগণদের সুখ দুঃখের কথা বিবেচনা করেন। নির্বাচনের প্রাকমুহুর্তে দেখা গিয়েছে গোষ্ঠী কোন্দলে বিরোধী দলের সাথে মিতালী সম্পর্ক করে তোলে সাধারণ কর্মী সমর্থকদের বোকা বানিয়ে রাজনীতি চরিতার্থ করে যাচ্ছে। যারা রাজ্যের সাধারণ মানুষের জন্য প্রতিকূল কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি তাদের ছত্রছায়া থেকে একের পর এক জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে কথা হচ্ছে সম্প্রীতি ত্রিপুরা রাজ্য বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন প্রজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ঘটনা নিয়ে।
ত্রিপুরা রাজ্যে বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার আর্থিক দুর্নীতির উপাখ্যান তুলে ধরেছিলেন বিধানসভা অধিবেশনে। তারপরেই তোলপাড় হয়ে উঠে রাজ্য রাজনীতি। মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতির উপাখ্যান ফলাও করে বিভিন্ন সংবাদ মাধ্যম গুলিতে প্রচার করা হলেও কোন এক অজ্ঞাত কারণে নিশ্চুপ রাজ্য বিজেপি। এরই প্রতিবাদে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত হয় শুক্রবার তেলিয়ামুড়া শহরে। মিছিলটি তেলিয়ামুড়া শহর পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া সমাপ্তি হয়। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে তেলিয়ামুড়া অম্পি চৌহমুনী এলাকায় সুদীপ রায় বর্মনের কোষ পুতুল পুড়িয়ে বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করা হয়। যে বিষয়টি নিয়ে অভিমত একাংশ বুদ্ধিজীবী মহলের যেন ২৫ বছরের বাম জামানার পুনরাবৃত্তি! জন শোষণ, জন নিপীড়নের পথেই কি এবার হাঁটতে চলেছে বর্তমান সরকারের একাংশ নেতা মন্ত্রীরা! এরকমই রাজ্যের এক মন্ত্রী হলেন বিকাশ দেববর্মা! এই বিকাশ বাবু প্রায় দেড় বছরের মন্ত্রিত্বের সময়কালে অর্থনৈতিক দিক দিয়ে এতটাই ফুলে ফেঁপে উঠেছে যে, রাজ্যের বিভিন্ন জায়গার চা’স্টল থেকে শুরু করে একেবারে বিধানসভা পর্যন্ত বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি! মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে সুদীপ রায় বর্মনের যে অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে ২৯ কৃষ্ণপুর বিধানসভা মন্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ অভিযোগ করে জানান, সুদীপ রায় বর্মন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছিলেন। যার ফলে রাজ্য বিজেপি দল তাকে মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দিয়েছিল। তিনি আরো উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিকাশ দেববর্মের বিরুদ্ধে যে বিধানসভায় কোটি কোটি টাকার অভিযোগ তুলেছিল তা সম্পূর্ণ বৃত্তিহীন । সাংবাদিক দের প্রশ্নের জবাবে নির্মল দেবনাথ আরো বলেন, পবিত্র বিধানসভা হট্টগোল করার মত বিজেপি উৎশৃংখল দল নয়। যা বিরোধীদলের বিধায়করা বিধানসভায় করে থাকেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version