প্রয়াত সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলায় শোক মিছিল। প্রয়াত হয়েছেন সিপিআইএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। গতকাল থেকেই এই সংবাদের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলমত নির্বিশেষে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সর্বভারতীয় এই বাম নেতার মৃত্যুর পরিপ্রেক্ষিতে সমস্ত দলের নেতাকর্মীদের তরফ থেকে শোক প্রকাশ নজরে আসছে।এদিকে সিপিআইএম দলের উদ্যোগে দলের সাধারণ সম্পাদকের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে রাজধানী শহর আগরতলায় এক শোক মিছিল সংঘটিত হয়। এইসব মিছিলটি মেলার মাঠের সিপিআইএম সদর দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে।এইসব মিছিলে হাঁটতে দেখা গেছে দলের পলিটবুরু সদস্য মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ প্রায় সকল স্তরের শীর্ষ নেতৃত্ব দের।এখানে উল্লেখ করা প্রয়োজন সীতারাম ইয়েচুরি দীর্ঘদিন ধরে গোটা দেশ জোরে বামপন্থাকে তুলে ধরার জন্য প্রয়াস গ্রহণ করেছিলেন। সিপিআইএমের রাজ্য সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদকের প্রয়াণ যে গোটা দেশ জুড়ে বামপন্থার পরিপ্রেক্ষিতে এক অপুরনীয় ক্ষতি তা কিন্তু বলাই বাহুল্য।