ব্যাক্তিগত মালিকানা জুত জমিতে সরকারি রাস্তা, আদালতের নির্দেশে ভাঙ্গা হলো রাস্তা

3 Min Read

মনুবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে সবজি বাজার হয়ে জাতীয় সড়ক পর্যন্ত পেপার ব্লকের রাস্তাটি সাতচাঁদ আর ডি ডিভিশনের থেকে প্রায় এক বছর আগে তৈরি করা হয়। এই রাস্তাটি স্বর্গীয় ললিত চন্দ্র পাটারির জোত ভূমির উপর দিয়ে কোনরকম অধিগ্রহণ ছাড়াই এক প্রকার জোরপূর্বক করা হয়। পরবর্তীতে ওই জোত ভূমির মালিক স্বর্গীয় ললিত চন্দ্র পাটারির উত্তরাধিকারীরা এ নিয়ে আদালতে মামলা করেন। সে মোতাবেক তহশীল ভেরিফিকেশনেও মামলাকারীর দাবীর সত্যতা মেলে। এমতাবস্থায় মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয় যে সরকার যদি এই রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করে তাহলে তারা রাস্তার জন্য জায়গা দিতে রাজি রয়েছেন নতুবা তাদেরকে জায়গা বুঝিয়ে দেওয়া হোক। কারণ এর আগেও যখন মনু বাজারে বাজার উন্নতির জন্য স্বর্গীয় ললিত চন্দ্র পাটারি ০২ কানি ১৩ গন্ডা জোত ভূমি দান করেন এছাড়াও পার্শ্ববর্তী এলাকার উন্নয়নের জন্যও বেশ কিছু জোত ভূমি দান করেছিলেন তিনি। কিন্তু এবারে আর বিনা পয়সায় এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ জমির মালিকরা।ফলে রাস্তার পেপার ব্লকগুলি ভেঙে উঠিয়ে নেওয়া হচ্ছে । খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌছালে জানা যায় সাতচাঁদ আর.ডি দপ্তর থেকে রাস্তাটি ভেঙে পেপার ব্লকগুলি তুলে নেওয়া হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কিভাবে অন্যের জোত ভূমির উপর দিয়ে জমি মালিকের কোন অনুমতি ছাড়াই এভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারি পেপার ব্লকের রাস্তা তৈরি করা হয়? এ ব্যাপারে সাতচাঁদ আরডি ব্লকের বিডিও অনুপম দাসের কাছে জানতে গেলে তিনি জানান, ভূমির মালিকের পক্ষ থেকে তাদেরকে নোটিশ করে এ বিষয়টি জানানো হয় এবং বর্তমানে আইন মোতাবেক তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই কাজটি বাস্তবায়ন করেছিল সাতচাঁদ আর.ডি ডিভিশনের তরফ থেকে। এ ব্যাপারে আর ডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীৎ রিয়াং এর সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান এই রাস্তাটি অন্যের জোত ভূমিতে তৈরি হওয়ায় আইনি সমস্যার কারণে রাস্তাটি ভেঙ্গে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।
এক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় কিভাবে অন্যের জোত ভূমির উপর দিয়ে ভূমি মালিকের কোনরকম অনুমতি ছাড়াই রাস্তা নির্মাণ করা যায় এবং এর ফলে সরকারি অর্থের যে লোকসান হয় তার দায়ভার কে নেবে ? এখন দেখার বিষয় সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সরকার কি আদৌ কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কিনা? সরকার যদি সঠিক তদন্ত করে আরো অনেক কিছু বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করছে বুদ্ধিজীবী মহল।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version